যুক্তরাজ্যে এবার দেখা গেল আওয়ামী লীগের পলাতক চার মন্ত্রী কফি নিয়ে আড্ডায় মশগুল। তাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পলাতক নেতাদের চেহারা ছিল হাস্যোজ্জ্বল, নেই কোনো অপরাধবোধ। মূলত যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি অসুস্থ সুলতান মাহমুদ শরীফকে দেখতে গিয়ে হাসপাতালের ক্যান্টিনে কফির আড্ডায় যোগ দেন সবাই। এ সময় আড্ডায় দেখা যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক শ্রম ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহসহ অনেকে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ চৌধুরী তাঁর ফেসবুক পেজে ছবি শেয়ার করে লেখেন, ‘জননেতা সুলতান মাহমুদ শরীফকে হাসপাতালে দেখতে আমরা। যুক্তরাজ্য আওয়ামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, জননেতা সুলতান মাহমুদ শরীফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনাকে হাসপাতালে দেখার জন্য আওয়ামী প্রেসিডিয়াম সদস্য, মন্ত্রী আবদুুর রহমান এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, মাননীয় মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মন্ত্রী সফিকুর রহমান চৌধুরী এমপি, সিনিয়র সাংবাদিক আজমল ফরাজীসহ আমরা। জনাব সুলতান মাহমুদ শরীফ এর অবস্থা উন্নতির দিকে। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এমপি উনার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। জনাব সুলতান মাহমুদ শরীফ সকলের কাছে দোয়া চেয়েছেন।’