ঈদ সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পদ্মা সেতু হয়ে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপার বেড়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা। এদিকে ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে ২০২৪ সালের ৯ এপ্রিল এক দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ওই বছরের ১৪ জুন আদায় হয় ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা, ১৫ জুন ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়। এ ছাড়া ২০২৩ সালে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় আদায় করা টোল পদ্মা সেতু চালু হওয়ার পর এযাবৎকালের পঞ্চম সর্বোচ্চ বলছে সেতু বিভাগ।
মহাসড়ক সংশ্লিষ্টরা বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কে রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে বেশি। তবে গতকাল দুপুর পর থেকে যানবাহনের চাপ আরও বাড়ে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা।