দিনাজপুরের বীরগঞ্জে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে শিশু কন্যাকে সঙ্গে নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক মা। বৃহস্পতিবার দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউপির দুলর্ভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুর্লভপুর গ্রামের রতন চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী (২৫) ও তার মেয়ে তন্বি রানী (৬)। মা- মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা এবং পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার দিকে মা ববিতা রানী তার মেয়ে তন্বি রানী রায়কে নিয়ে গ্যাস ট্যাবলেট খান। এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গফুর বলেন, গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হয়েছে এটা আমরা জেনেছি। কিন্তু কি কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছেন তা এখনো জানতে পারিনি। মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।