পিঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত, যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে। ন্যূনতম দর বেঁধে দেওয়াসহ পিঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপের প্রায় ছয় মাস পর এ সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদির সরকার।
বলা হয়েছে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত সরকার প্রেস বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে।
গত ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩ মাস পর্যন্ত রপ্তানি শুল্ক ছাড়াও রপ্তানি নিষিদ্ধ ছিল। ১৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুল্ক ছিল। সেটা আগের বাণিজ্য চুক্তির ওপর বহাল ছিল। এখন তা প্রত্যাহার হলো। উল্লেখ্য, বাংলাদেশ সাধারণত প্রতি বছর ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন পিঁয়াজ ভারত থেকে আমদানি করে।