চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে শুক্রবার রাতে আরমান জাওয়াদ নামে তিন মাসের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শিশুটির লাশ নিয়ে গতকাল সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত পিএবি সড়কের কেইপিজেড মুখে অবরোধ করে রাখেন। এতে কয়েক ঘণ্টা পিএবি সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় আশপাশের সড়কগুলোতে। ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারী যাত্রী ও যানবাহনের চালকরা। পরবর্তী সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এবং জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য চার দিনের মধ্যে হাতির সমস্যা নিরসনের আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যায়।
স্থানীয়রা জানান, আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বড়উঠান, মিয়ারহাট, বৈরাগ এলাকায় হাতির আক্রমণে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন স্থানীয়রা। রাতের অন্ধকারে হাতির দল লোকালয়ে নেমে আসে। কেইপিজেড কর্তৃপক্ষ বনাঞ্চল কেটে কারখানা করায় তাদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে। যার কারণে হাতিগুলো লোকালয়ে নেমে আসে। বিগত সময়ে এসব নিয়ে একাধিকবার বৈঠক করলেও কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। যার কারণে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াসিম আকরাম বলেন, আমরা চার দিনের সময়সীমা বেঁধে দিয়েছি। এর মধ্যে কোনো ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কর্ণফুলী থানার ওসি (তদন্ত) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা চার দিনের সময় দিয়েছেন প্রশাসনকে।