সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা ৬ অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে অপসারণ করেন। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। গতকাল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে ১৮ মার্চ অপসারণ করেছেন।
‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবর থেকে প্রাথমিকভাবে হাই কোর্ট বিভাগের ১২ বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়। সেই ১২ জনের মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন।