রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাইট কার্নিভ্যাল। চলবে ২২ মার্চ শনিবার পর্যন্ত। এ নাইট কার্নিভ্যাল প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলবে। এ অনুষ্ঠানের আয়োজন করেছে ই-বিটস, স্পনসর করেছে গোল্ড স্যান্ডস গ্রুপ।
গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, নাইট কার্নিভ্যালে আবাসন, পোশাক, কসমেটিকস, ম্যারেজ এরেঞ্জ প্রতিষ্ঠানসহ প্রায় ২৫-৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোতে আসতে শুরু করেছেন বিভিন্ন বয়সি দর্শনার্থীও। দর্শনার্থীদের পদচারণে মুখর মেলা প্রাঙ্গণ। জনপ্রিয় পোশাক ব্র্যান্ড টুয়েলভ ১০ শতাংশ ছাড়ে তাদের পণ্য বিক্রির পসরা সাজিয়েছে। সেখানে নতুন নতুন ডিজাইনের হরেক রকম পোশাকের সমারোহ। প্রথম দিনেই ভালো বিক্রির চিত্রও চোখে পড়েছে। আবাসন খাতের ছুটি কক্সবাজার লিমিটেডও অংশ নিয়েছে এই মেলায়। কক্সবাজারে তারা নির্মাণ করছে একটি পাঁচ তারকা রিসোর্ট। সেই স্বপ্নের রিসোর্টের মালিকানা বিক্রির জন্য তারা খুঁজছে অংশীদার। ব্যাপক আগ্রহ নিয়ে অনেকেই ছুটে এসেছেন লোভনীয় সেই রিসোর্টের মালিকানা কিনতে ও সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে। স্বপ্নপূরণের প্রতিটি শেয়ারমূল্য মাত্র সাড়ে ৬ লাখ টাকা। সেই সঙ্গে পবিত্র রমজান উপলক্ষে যুক্ত হয়েছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। আর ক্যাটাগরি শেয়ারে বিনিয়োগ করলে ওমরাহ প্যাকেজও দিচ্ছে। মেলায় আবাসনে প্রবাসী ও দেশীয় ক্রেতাদের জন্য স্পেশাল সুবিধা দিচ্ছে প্রবাসী পল্লী গ্রুপ। মেলায় ব্যতিক্রমধর্মী একটি স্টলও দেখা গেছে। ম্যারেজ সল্যুশন বিডি। তারা বিবাহযোগ্য পাত্র-পাত্রী খুঁজে দিয়ে সেবামূলক কাজ করে থাকে। বিয়ে করতে গিয়ে দেশের অনেক মানুষই আজকাল প্রতারণার শিকার হচ্ছে। সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মেলায় আসা এক তরুণ এই প্রতিষ্ঠানে নিবন্ধন নিয়েই বিয়ে করেছেন। তিনি এখন সুখী জীবন যাপন করছেন। মেলায় স্টল থাকা প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রোমোটার ঔশি রহমান বলেন, ‘সমাজে বিয়ে করাটা এখন অনেক চ্যালেঞ্জের হয়ে গেছে। ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই বিবাহের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে সমস্যা হয়। আমরা দায়িত্ব নিয়ে তাদের পক্ষে সেই কাজটি করে থাকি। এখন পর্যন্ত আমাদের এখানে সেবাগ্রহীতারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।’ এ ছাড়াও মেলায় অংশ নিয়েছে ঢাকাই জামদানি, ন্যাচার ফর হিউম্যান, আরগু’স জুয়েলারি অ্যান্ড অ্যাকসেসরিজ, জিজি অ্যাপারেল, স্বপ্নীল হাউজ, রোহা থাই, আরবান এটাইআর, এক্সো, সুলতানা বাই গ্যামাক্সি, দুলহান মেহেন্দি অ্যান্ড স্টাইল ইত্যাদি।