রাজধানীর খিলগাঁও থানার একটি হত্যাচেষ্টার মামলায় ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
খিলগাঁওয়ে থানায় হওয়া ওই মামলার এজাহার নামীয় ১৪৪ নম্বর আসামি কলম মেম্বার। গত ২০ জানুয়ারি খিলগাঁও থানায় মামলাটি হয়। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলন দমনে অর্থায়ন ও অস্ত্র সরবরাহের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার ফরিদপুর কারাগারে থাকা ইব্রাহিম শেখ ওরফে কলম মেম্বারকে আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। খিলগাঁও থানায় হওয়া মামলার নথি আদালতে উপস্থাপন না করায় ওইদিন আদালত শুনানি পিছিয়ে ২৫মে তারিখ ধার্য করেন। আজ কলম মেম্বারের উপস্থিতিতে আদালত তাকে খিলগাঁও থানার এই মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
জানা গেছে, কলম মেম্বারের বাড়ি আলফাডাঙ্গার কামারগ্রামে। সে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ভাগ্নে ও আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। মামা আছাদুজ্জামান মিয়ার প্রভাব কাজে লাগিয়ে হন কেন্দ্রীয় কৃষক লীগের নেতা। এই কলম মেম্বার আছাদুজ্জামান মিয়ার ভাগ্নে পরিচয়ে ও মামার প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, সালিশের নামে টাকা আদায়, চাঁদাবাজিসহ পুলিশে চাকরি, বদলি বাণিজ্য করে টাকা কামিয়েছেন দু’হাতে। এমনকি আছাদুজ্জামান মিয়া তাকে ভোট কারচুপির মাধ্যমে স্থানীয় আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে অনিয়ম ও দুর্নীতির দায়ে কলম মেম্বারকে বরখাস্ত হতে হয়েছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন