আদালতের রায়ের আলোকে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আয়োজনের দাবিতে গতকালও অবরুদ্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সকাল থেকে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের প্রধান ফটকসহ ভবনটির তালা খুলে দেয়নি ইশরাক সমর্থক আন্দোলনকারীরা। রাজধানীর ফুলবাড়িয়ার নগর ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সেবা প্রার্থীরা নগর ভবনে গিয়ে সেবা না পেয়ে ফেরত গেছেন। কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান ও কর্মবিরতি পালন করেছেন। ডিএসসিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু সাংবাদিকদের জানান, আদালতের রায়ের আলোকে এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনের শপথের উদ্যোগ নেয়নি। ফলে কর্মচারী ইউনিয়ন মেয়রের শপথের দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এদিকে ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা গতকালও নগর ভবনে এসে ফেরত গেছেন। অনেকেই নগর ভবনের নিচতলায় জরুরি পরিচালনা কেন্দ্রের কক্ষে অবস্থান নেন। সেখানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকদের আন্দোলনের প্ল্যাটফর্ম ঢাকাবাসীর সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, এখনো ইশরাক হোসেনের শপথের প্রক্রিয়া শুরু করেনি সরকার। ফলে নগর ভবনে ঢাকাবাসী আন্দোলন করছে। যতদিন সরকার শপথের প্রক্রিয়া শুরু না করবে, ততদিন আন্দোলন চলবে। তবে সরকার জনতার মেয়রকে শপথের চিঠি দিলেই ঢাকাবাসী কর্মসূচি নিয়ে নতুন চিন্তাভাবনা করবে। এদিকে নাগরিকদের সেবায় বিঘ্ন না ঘটাতে আন্দোলনকারীদের প্রতি নির্দেশনা দিয়ে ইশরাক হোসেন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজনের আহ্বান জানান। মোবাইল ফোনে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যেহেতু সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলাম, মাঝখানে শুক্রবার থাকায় সেদিন কোনো কাজ হয়নি। আমরা আরেকদিন সময় দিব, এর মধ্যে যার যার কাজ যেটা আছে, সেটা যেন সম্পন্ন করেন। সরকারের গাফিলতির কারণে নগরবাসীর যাতে কোনো কষ্ট না হয়। এটা আমি আশা রাখি। আমার সঙ্গে যখন অন্যায় শুরু করল এই সরকার, যাদের গণ অভ্যুত্থানের সরকার বলে, বৈষম্যবিরোধী আন্দোলন করে সরকার গঠন করেছে। কিন্তু আমার সঙ্গে যখন সব থেকে বড় বৈষম্যটা করল, তখন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা একে অপরের পাশে দাঁড়ালে কোনো অপশক্তি গ্রাস করতে পারবে না। আপনারা যে কারণে আন্দোলন সংগ্রাম করেছেন আশা করি, দ্রুততম সময়ের মধ্যে তার সমাধান পাব।
শিরোনাম
- ‘প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষ দেবেন না’, বললেন ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ জুলাই)
- ডিএমপির শাহআলী থানায় নতুন ওসি
- সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
- রিমান্ড শেষে আবুল বারকাত কারাগারে
- ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে সাড়ে ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ
- 'প্রাথমিক শিক্ষায় উদ্যোগ বাস্তবায়ন হলে শিশুরা উন্নত জীবন পাবে'
- কী আছে জুলাই সনদে
- জুলাইয়ের ২৭ দিনে রেমিট্যান্স ২০০ কোটি ডলার ছাড়াল
- গণঅভ্যুত্থানে হত্যাসহ ১৫ মামলার চার্জশিট দিল পুলিশ
- কক্সবাজারে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক
- কেউ যাতে রাষ্ট্রকে পকেটে ঢুকিয়ে ফেলতে না পারে : জোনায়েদ সাকি
- চট্টগ্রামে আদালতে হাজিরা দিতে গিয়ে ইউপি সদস্য গ্রেফতার
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে খানসামায় মানববন্ধন
- চাঁদপুরে স্ত্রী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- আদালতের নির্দেশে যুবকের লাশ কবর থেকে উত্তোলন
- শেখ হাসিনাকে ভারত কেন পুশইন করছে না, প্রশ্ন রিজভীর
- সাবেক এমপি বাহার ও তার মেয়ের ১৭ কোটি টাকাসহ ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- শেবাচিম হাসপাতালে সমন্বিত সংস্কারের দাবিতে মিছিল
- ১৬০ দিন পর কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার
ইশরাকের শপথ দাবিতে অবরুদ্ধ নগর ভবন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর