গণঅধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন ও সাধারণ সম্পাদক মো. সামিউল ইসলাম এবং মো. রুমন বসুনিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
রবিবার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন। এর আগে শনিবার দিবাগত রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ ও বিলুপ্ত হওয়ায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন যে, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এবং সামনের দিকেও এ ধারা বজায় থাকবে ইনশাল্লাহ। তিনি নবগঠিত জেলা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখা বলিষ্ঠভাবে এগিয়ে যাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জেলার সাতটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়বে ও উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানান।
বিডি প্রতিদিন/হিমেল