সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড বা ১ হাজার ৪৭৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা মূল্যের লন্ডনের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। এসব সম্পত্তি বিক্রির ওপর ৯টি ফ্রিজিং অর্ডারের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করেছে এনসিএ। এগুলোর মধ্যে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ার এলাকায় অবস্থিত বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে। কোম্পানিজ হাউস রেকর্ড অনুযায়ী, সবগুলো সম্পত্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, আইল অফ ম্যান এবং জার্সিতে নিবন্ধিত কোম্পানির নামে কেনা হয়েছে। এগুলোর প্রতিটির মূল্য ১ দশমিক ২ মিলিয়ন থেকে ৩৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত। শেখ হাসিনার সরকারের শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন বেক্সিমকোর প্রতিষ্ঠাতা সালমান রহমান। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতির অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের সময় তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এনসিএর মাধ্যমে জব্দ হওয়া সম্পত্তির মধ্যে একটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনস এলাকায় অবস্থিত। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ওই সম্পত্তিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বসবাস করতেন। এনসিএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি একটি চলমান তদন্ত এবং আমরা একাধিক সম্পত্তির ওপর ফ্রিজিং অর্ডার পেয়েছি।’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকের নীতিনির্ধারক ডানকান হেমস বলেন, ‘আমরা যুক্তরাজ্যের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাই যেন তারা দ্রুততার সঙ্গে সব সন্দেহজনক সম্পদ জব্দ করে।’ গার্ডিয়ান জানায়, সালমান এফ রহমানের পরিবার এবং তাদের প্রতিষ্ঠিত বেক্সিমকোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আহমেদ শায়ান রহমানের একজন মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, ‘আমাদের মক্কেল দৃঢভাবে সব অভিযোগ অস্বীকার করছেন এবং যুক্তরাজ্যে যে কোনো তদন্তে তিনি সহযোগিতা করবেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে, যেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এটি যথাযথভাবে বিবেচনা করবে।’
শিরোনাম
- হজে মুসল্লিদের স্বস্তির জন্য সৌদির অনন্য উদ্যোগ
- ভারতে ফের করোনার হানা; কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি
- গাজায় ইসরায়েলি হামলায় নারী চিকিৎসকের ৯ শিশুসন্তান নিহত
- ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ১৩, আহত অর্ধশতাধিক
- বার্সেলোনাকে হারিয়ে ইউরোপ সেরা আর্সেনালের মেয়েরা
- আনচেলত্তি-মদ্রিচের বিদায়ের ম্যাচে এমবাপ্পের জোড়া গোল
- বাংলাদেশি হামজার স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে ফিরল না শেফিল্ড
- শহীদ মিনারে হাসানের জানাজায় ছাত্রনেতারা
- ‘আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি
- মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি
- আলোচিত আওয়ামী লীগ নেত্রী তুশি আটক
- মেডিকেল ছাত্রের আত্মহনন, সুইসাইড নোটে ‘বিশ্রাম চাই’
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সাইটে সাইবার হামলা
- আমরা ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি : নাহিদ ইসলাম
- পয়ঃবর্জ্য খালে ফেললে লাল রঙে চিহ্নিত হবে বাড়ি
- চাঁদপুরের আওয়ামী লীগ নেতা শামীম ঢাকায় গ্রেফতার
- ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধে বাধ্য হবে শিল্পকারখানা : উপদেষ্টা রিজওয়ানা
- ঈদে ৫ দিন সব পত্রিকা বন্ধ চায় হকার্স কল্যাণ সমিতি
- কুড়িয়ে পাওয়া ৮ দিনের সেই শিশুর বাবা-মায়ের পরিচয় মিলেছে
- নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত
সালমানের ছেলে ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর