মেডিকেল ও ডেন্টালের প্রশ্ন ফাঁসের মূল হোতা জসিম উদ্দিন ভূইয়া মুন্নুর মিরপুরের ছয়তলা বাড়িসহ ১২ বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন এলাকায় থাকা জমির মূল্য ২ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ৭৪৩ টাকা। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন (গালিব)-এর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক কে এম আসাদুজ্জামান জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, জসিম উদ্দিন ভূইয়া মুন্নু দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৯ লাখ ৮১ হাজার ৩৩৩ টাকার সম্পদ প্রদর্শন না করে তা গোপন করেন। মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ২০ লাখ ২০ হাজার ৭০৯ টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জনপূর্বক নিজে ভোগদখলে রেখে এবং অবৈধভাবে অর্জিত সম্পদের প্রকৃত উৎসের তথ্য গোপন করেন। এ সম্পদ অর্জন ও সম্পদের প্রকৃত তথ্য আড়াল করে সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তরের মাধ্যমে বৈধকরণের চেষ্টা করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ৬৪(৩) ধারায় মামলা করা হয়।
তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদগুলো বিক্রি/হস্তান্তর করার অপচেষ্টা চালাচ্ছেন। যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও মামলা প্রমাণের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। আসামিদের স্বার্থ-সংশ্লিষ্ট স্থাবর সম্পদগুলো জব্দ করা একান্ত আবশ্যক।