কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নেজাম উদ্দিন নামে (২৭) এক বাংলাদেশি
দালালকে আটক করা হয়েছে। আটক দালালের বাড়ি টেকনাফের বাহারছড়ার হাজমপাড়ায়। আর উদ্ধার রোহিঙ্গা নাগরিকরা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। বুধবার (১২ মার্চ) রাত ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকা থেকে ওই ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, পাঁচ শিশু ও দুজন পুরুষ রয়েছেন। বাকি একজন দালাল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নুরুল আলম বলেন, কুতুপালং ক্যাম্প থেকে চাকরির কথা বলে টেকনাফে এনে ৫০ হাজার টাকা করে দালালদের কাছে আমাদের বিক্রি করে দেয়। দালালরা হাত-পা বেঁধে গহিন পাহাড়ে নিয়ে গিয়ে নয় দিন আটকে রাখে। বুধবার মালয়েশিয়া পাচারের জন্য নৌকায় তোলার সময় পুলিশ আমাদের উদ্ধার করে।