জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইড লাইনে তারা এ বৈঠক করেন। গতকাল ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়। সূত্র : বাসস।
উভয় পক্ষের ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতির প্রতিফলন ঘটিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উভয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের ঊর্ধ্বমুখী অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হন। বৈঠককালে উভয় পক্ষই দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংযোগের কথা তুলে ধরেন বিশেষ করে বাণিজ্য, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হন।