নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। গতকাল পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিনজন পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। এনসিপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
পদত্যাগকারীরা হলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। তাঁরা তিনজনই গণঅধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পদত্যাগপত্রে হানিফ খান সজীব লেখেন, ‘আমি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’ আব্দুজ জাহের লেখেন, ‘আমি মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।’ হানিফ বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি।’