সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। সবজির আইটেম প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। দাম বেড়েছে শিম, ফুলকপি ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজির। আলু গত সপ্তাহে ২০ টাকা থাকলেও এ সপ্তাহে দাম বেড়ে হয়েছে ৩০ টাকা। লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে দাম কমেছে পিঁয়াজ ও মুরগির। গতকাল রাজধানীর খিলক্ষেত, জোয়ারসাহারা ও মহাখালী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এসব বাজারে আলুর দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ১০ টাকা বেড়ে নতুন আলু এখন ৩০ টাকা। বগুড়ার লাল আলু ৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। কেজিতে ১০ টাকা কমে দেশি পিঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের চেয়ে কেজিতে ৪০ টাকা কমে সোনালি কক মুরগি ২৭০ টাকায় এবং সোনালি হাইব্রিড ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা কমে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৫৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির বাজারে শিম কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকা, বড় আকারের ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস, বাঁধাকপি বড় আকারের ৪০ থেকে ৫০ টাকা পিস, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, পাকা টম্যাটো প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা, গাজর ৩০ থেকে ৪০ টাকা, মুলা ২০ টাকা, মটরশুঁটি ৮০ থেকে ১০০ টাকা, খিরাই ৫০ থেকে ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজি, পেঁপে প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কচুরমুখি ১০০ টাকা, কচুর লতি ১২০ টাকা, ঝিঙা এবং কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবুর হালি আকারভেদে ৬০ থেকে ১০০ টাকা, ধনেপাতা ১৪০ টাকা কেজি, কাঁচকলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চালকুমড়া ৮০ টাকা পিস, ক্যাপসিকাম ১২০ টাকা এবং মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে লালশাক ১০ টাকা আঁটি, লাউশাক ৪০ টাকা, পালংশাক ১০ টাকা, কলমিশাক তিন আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং ডাঁটাশাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে। এসব বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা, গরুর কলিজা ৭৮০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, হাঁসের ডিম ২২০ টাকা ডজন, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।