মিরপুর উত্তর পল্লবীর ২৩/১৮ নম্বর বাসায় বসবাস করেন জুলকার নাইন। তিনি অভিযোগ করেন- গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ীতে এবং ঢাকার বাসায় কেউ ভোটার তালিকা হালনাগাদের কাজে যাননি।
মিরপুর কাজীপাড়ার ১৯২/৩ নম্বর বাসায় বসবাস করেন মনির হোসেন। তার সন্তান ভোটার যোগ্য হলেও তার বাসায় কেউ ভোটার তালিকা হালনাগাদের কাজে যাননি। তিনি জানেন না কোথায় ছবি তোলার কেন্দ্র রয়েছে। যে কেন্দ্রে গিয়ে তিনি তার সন্তানকে ভোটার করতে পারবেন।
এই চিত্র শুধু ঢাকার নয়; দেশের অধিকাংশ এলাকার। অনেকের বাড়িতে ভোটার তালিকা হালনাগাদের কাজে নিয়োজিত ইসির কর্মীরা যাননি। নাগরিকদের শঙ্কা- এবারও ভোটার তালিকা থেকে বাদ পড়বেন অনেক ভোটারযোগ্য নাগরিক। ইসির কর্তকর্তাদের অভিযোগ- ভোটার তালিকা হালনাগাদের জন্য এবার জনবল কম এবং প্রচার-প্রচারণাও কম হচ্ছে। এ জন্য ভোটাররা জানতে পারছেন না তাদের ছবি তোলার কেন্দ্রের তথ্য। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে গত ২ মার্চ ভোটার দিবসের আলোচনা সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ২৫-২৭ লাখ ভোটার যারা ভোটার তালিকার বাইরে ছিল। তাদের অন্তর্ভুক্ত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করার মূল কারণ। গত ১ মার্চ পর্যন্ত বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন ৩৬ লাখ। ১৯ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আশা করছি এ হালনাগাদের মাধ্যমে ভোটার তালিকা স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।
এখনো যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে তথ্য দিতে পারেননি তাদের উদ্দেশে এ নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি একটি চলমান সেবা। ২৪ ঘণ্টাই এ সেবা চালু রয়েছে। ঘরে বসেই অনলাইনে ভোটার নিবন্ধন করার সুযোগ রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে ভোটার হালনাগাদ করতে বাড়ি বাড়ি যাওয়া হবে কি না তা নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, নিজেরা দায়িত্ব নিয়ে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারলে হলনাগাদের খরচও কমবে। বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা তথ্য ও ভোটার যোগ্যদের নিবন্ধন শেষ করে জুনের মধ্যে একটি ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে ১৯ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে কর্তন করা হয়েছে। হুমায়ুন কবীর বলেন, ভোটার হওয়া, নির্বাচনে ভোট দেওয়া নাগরিকের সাংবিধানিক অধিকার। ১৯ লাখ ভোটারকে তালিকা থেকে কর্তন করা হয়েছে। সারা দেশে তথ্য সংগ্রহ করা হয়েছে ৫৩ লাখ ৩৩ হাজার ৫৬৩ জন। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। মহিলা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন এবং ৯৯৪ জন হিজড়া ভোটার রয়েছেন।