সারা দেশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য আশঙ্কাজনকহারে বেড়েছে। এতে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না কেউ। এর মধ্যে গতকাল নড়াইলে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ছাড়া চট্টগ্রামে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সিলেটে ছিনতাই করার সময় জনতা ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নড়াইল : লোহাগড়ায় মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে ৪টায় পৌরসভার জয়পুর গ্রামে অনুষ্ঠিত তারক গোসাইয়ের মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলার জয় কর্মকার (২০)। তিনি জানান, মেলায় ঘোরাঘুরি করার সময় বুকে ছুরি মেরে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন।
চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে সকাল সাড়ে ৭টার দিকে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- নোয়াখালীর সদর থানার ফখরুল ইসলাম (৩০), চাটখিল থানার মো. মানিক (২৮), চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার মো. শাহীন (১৯) ও খাগড়াছড়ির পানছড়ি থানার মো. জাহাঙ্গীর (৩৬)। তারা সবাই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় থাকতেন। চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বহদ্দারহাট এলাকা থেকে ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
সিলেট : ছিনতাই করার সময় ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে রিকাবিবাজার এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে শরীফ আহমদ নামের ওই ছিনতাইকারী। আটক শরীফ আহমদ নগরীর আখালিয়া এলাকার মখদ্দছ আলীর ছেলে।
সিলেট এয়ারপোর্ট থানার এসআই প্রণজিত মণ্ডল জানান, গণপিটুনিতে ছিনতাইকারী আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।