আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওএসডি হওয়াদের মধ্যে একজন অতিরিক্ত আইজি, ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার ও অন্যরা ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে নিয়েছে সরকার। এর মধ্যে সাবেক আইজিপির নাম আছে। জানা গেছে, যারা ওএসডি হচ্ছেন তারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সংসদ নির্বাচনে সরাসরি সহযোগিতা করেছিলেন।