দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে গতকালও দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে জনসমাবেশ করা হয়েছে। এর মধ্যে কুমিল্লার জনসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে। দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন।’ এ ছাড়া লক্ষ্মীপুরে আয়োজিত বিএনপির জনসভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি জোর করে বা কৌশল করে নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে রাখে, তাহলে এর ফল শুভ হবে না। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা : গতকাল বিকালে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মীর্জা ফখরুল বলেন, সংস্কারের কথা বলে অনেকে নির্বাচন পেছানোর কথা বলছেন। সংস্কার সাধারণ মানুষ কয়জন বোঝে? দুই বেলা ভাত, মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসা, শিক্ষা এবং শান্তি চায় মানুষ। জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার।
লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। জনসভার শুরুতে ৩১টি কবুতর উড়িয়ে বিএনপির ৩১ দফাকে স্বাগত জানানো হয়। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে একটি ফ্যাসিবাদ সবকিছু ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে ছাত্রজনতার সমন্বয়ে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি। এখন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারকে সমর্থন না দিলে কাজ করতে পারবে না, তাই সমর্থন দিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা ভোটের কথা কেন বলছি, কারণ নির্বাচিত সরকারের সঙ্গেই জনগণ থাকে। অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে না। তাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিন।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জেলা বিএনপির উদ্যোগে আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি জোর করে বা কৌশল করে নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে রাখে, তাহলে এর ফল শুভ হবে না। তাই কালবিলম্ব না করে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শাহীন প্রমুখ।
নওগাঁ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। ছোট্ট সংস্কার করে ছয় মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। কিন্তু বিভিন্ন বিদেশি ষড়যন্ত্র, খুনি হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে। নিত্যপ্রয়াজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। গতকাল বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর : বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, সংস্কারের নামে বেশি দিন ক্ষমতায় আঁকড়ে থাকতে দেওয়া হবে না। ভোট নিয়ে আর কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। আপনারা দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয়। জনগণ এখন তাকিয়ে আছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। গতকাল বিকাল ৪টায় জেলা বিএনপির আয়োজনে ফরিদপুর শহরের থানার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সেলিমা রহমান বলেছেন, ১৭ বছর আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সরকারকে বারবার বলেছি, জবাবদিহিমূলক সরকার ছাড়া জনগণের আস্থা থাকে না। কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন হবে। আবার কেউ বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়নি। এটা আপনারা করতে পারেন না। আপনাকে দিতে হবে সংসদ নির্বাচন। রোডম্যাপ ঘোষণা করতে হবে। গতকাল বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।