প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে আরও এক ধাপ এগোল ভারত ও ইসরায়েল। যার আওতায়, উভয় দেশ উন্নত সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদনকে আরও গতিশীল করতে পারবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার চুক্তির প্রাথমিক ধাপ হিসেবে প্রথমে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়। ইসরায়েলের তেল আবিবে ভারত-ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বৈঠকে ভবিষ্যতের প্রযুক্তিগত সহযোগিতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। ভারত ও ইসরায়েলের একে-অন্যের শক্তি ও অভিজ্ঞতা থেকে লাভবান হয়েছে বলে বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা স্বীকার করেছেন।
-টাইমস অব ইন্ডিয়া