যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরণের শব্দের পর একটি উঁচু ভবনের আংশিক ধসে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভবনটির পাশের বিশাল অংশ ধসে নিচে পড়ে গেছে। গতকাল এ ঘটনা ঘটে। নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বড় ঘটনার কথা জানতে পেরে তাদের কর্মীরা সেখানে ছুটে গেছেন। উদ্ধার অভিযানও শুরু করা হয়।
২০ তলা ভবনটির আংশিক ধসে পড়ার ঘটনায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ভবনটি ব্রুঙ্কসের মোট হাভেন সেকশনের আলেকজান্ডার এভিনিউতে অবস্থিত। ফায়ার ডিপার্টমেন্টের প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ভবনটির বারান্দার অংশ ধসে পড়েছে। এটির কোনো ফ্ল্যাটে কোনো ভাঙনের চিহ্ন দেখা যায়নি। -বিবিসি