সিরিয়ার নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) বাতিল করল যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী সিরিয়ার অভিবাসীরা যদি ৬০ দিনের মধ্যে দেশ না ছাড়ে তাহলে তাদের গ্রেপ্তার বা প্রত্যাবর্তন করা হবে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের কাছ থেকে বৈধ মর্যাদা কেড়ে নেওয়ার জন্য ওই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এর মাধ্যমে ৬০ হাজার সিরিয়া নাগরিকের অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিল করা হবে, যাদের ২০১২ সাল থেকে অস্থায়ী সুরক্ষা মর্যাদা দেওয়া হয়েছিল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিসিয়া এমসিলাউঘ্নি এক বিবৃতিতে বলেন, সিরিয়ার নাগরিকদের দেশে ফেরত যেতে আর কোনো বাধা নেই। আরও বলেছেন, দুই যুগ ধরে সন্ত্রাসবাদ ও চরমপন্থার আঁতুরঘরে পরিণত হয়েছে সিরিয়া। -আলজাজিরা
তাদের এখন যুক্তরাষ্ট্র্রে বসবাস করতে দেওয়া আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থি। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকরী সিরিয়ানদের হাতে ৬০ দিন সময় আছে। এরপর যদি কেউ এখানে থাকে সে ক্ষেত্রে তাদের গ্রেপ্তার ও প্রত্যাবর্তন করা হবে। এর আগে যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজার হাজার অভিবাসীর অস্থায়ী সুরক্ষা স্ট্যাটাস বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে এমন অনেকে আছেন যারা কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতে অনেকে এই সুরক্ষা মর্যাদা অতিরিক্ত ব্যবহার করেছেন, যারা এখন তা ব্যবহারের যোগ্য নন। এর আগে ভেনিজুয়েলা, হন্ডুরাস, হাইতি, নিকারাগুয়া, ইউক্রেনীয় ও হাজার হাজার ব্যক্তির অস্থায়ী সুরক্ষা স্ট্যাটাস বাতিল করেন ট্রাম্প।