আবারও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে আতঙ্ক! আগামী ১৫ জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না-পারলে তাঁকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে। এমন এক নোটিস হাতে পেয়েই আতঙ্কে ঘুম হারাম হয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর। গত কয়েক দশক ধরে বংশ-পরম্পরায় দিনহাটার চৌধুরীহাটে বসবাস করে আসছেন উত্তম। অথচ আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে দিনহাটার চৌধুরীহাটের সাদিয়াল কুঠি এলাকার উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের নোটিস।