ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলায় রবিবার নতুন করে আরও কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটি এবং উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। বেশ কিছু মেডিকেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জোরপূর্বক লোকজনকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ জারি করার পর গাজাজুড়ে কমপক্ষে ৫০ বার বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশেষ করে গাজা শহরের পূর্ব অংশে, তীব্র আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, তার দেশ গাজায় একটি নতুন চুক্তির বিষয়ে কাজ করছে। ওই চুক্তির আওতায় কিছু ইসরায়েলি বন্দিকে মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, অবরুদ্ধ এই উপত্যকায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৬ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ ছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৩৩ হাজার ৪১৯ জন। এর আগে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সকালে নিজস্ব সামাজিকমাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি লেখেন, গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন। ট্রাম্প জানিয়েছেন, হামাসের সঙ্গে একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রক্রিয়ায় রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই চুক্তিতে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। আল জাজিরা