পিয়ংইয়ং সীমান্তের প্রচারণা চালানো লাউড স্পিকার সরিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন উত্তর কোরিয়ার নেতার বোন কিম ইয়ো জং। গতকাল এ তথ্য জানিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, উত্তর কোরিয়া এই লাউড স্পিকার সরিয়ে নিয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি প্রকাশিত ইংরেজি ভাষার তার এক বিবৃতিতে কিম ইয়ো জং জোর দিয়ে বলেছেন, উত্তেজনা কমাতে দক্ষিণের প্রচেষ্টা অর্থহীন। কিম ইয়ো জং বলেন, ‘আমরা কখনো সীমান্ত এলাকায় স্থাপিত লাউড স্পিকার অপসারণ করিনি এবং অপসারণ করতে রাজি নই।’ উল্লেখ্য, উত্তর কোরিয়া ১৯৫০ সালে তার প্রতিবেশী দেশটিতে আক্রমণ করলে কোরিয়ান যুদ্ধ শুরু হয়। -এএফপি
দেশটি সব সময়ই যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ায় ক্ষুব্ধ এবং এগুলোকে আক্রমণের মহড়া বলে আখ্যায়িত করে আসছে। কিম বলেন, ‘আরওকে তার লাউড স্পিকার প্রত্যাহার করুক বা না করুক, সম্প্রচার বন্ধ করুক বা না করুক, সামরিক মহড়া স্থগিত করুক বা না করুক এবং তাদের মাত্রা হ্রাস করুক বা না করুক, আমরা তাদের পরোয়া করি না এবং সেগুলোর প্রতি আগ্রহী নই।’ ‘আমি নিশ্চিত যে ডিপিআরকে’র প্রতি সিউলের নীতি অপরিবর্তিত রয়েছে এবং এটি কখনো পরিবর্তন হতে পারে না।’