ভারতের দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের ভিতরে অবস্থিত একটি দরগার দেয়ালের একাংশ ধসে মৃত্যু হয়েছে পাঁচজনের। মৃতদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ।
গতকাল বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। যদিও দিল্লির নিজামুদ্দিন এলাকায় অবস্থিত ওই দরগার মূল ভবনের কোনো ক্ষতি হয়নি বলেই জানা গেছে। ওই কমপ্লেক্স চত্বরে থাকা একটি ঘরের দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও সাতজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, ওই ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করে স্থানীয় দিল্লির এইমস এবং এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাদের। এদিন বিকাল ৩টা ৫১ মিনিট নাগাদ একটি ফোন কল পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি।
পরবর্তীতে সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ, জাতীয় দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ), দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (ডিডিএমএ)-এর দল। শুরু হয় উদ্ধার কাজ।
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ঘটনার ৫ মিনিটের মধ্যে স্টেশন হাউস অফিসার এবং লোকাল স্টাফ ঘটনাস্থলে পৌঁছয়। এর কিছু পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং অ্যাম্বুলেন্স পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।