চেক প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। খবর রয়টার্সের।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাগ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে সেস্কে বুদেজোভিস শহরের কাছে ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
অ্যাম্বুল্যান্স সার্ভিসের মুখপাত্র পেত্রা কাফকোভা জানান, দুর্ঘটনায় ৪০ জন হালকা ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তিনি আরও বলেন, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
রেল অপারেটর স্প্রাভা জেলেজনিকের মুখপাত্র মার্টিন কাভকা জানান, দুর্ঘটনার পরপরই সব যাত্রীকে ট্রেন থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কীভাবে ট্রেন দুটির সংঘর্ষ হলো সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। তদন্ত এখনও চলছে বলে তিনি জানিয়েছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/মুসা