ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যদি কোনও শান্তি চুক্তি সম্ভব হয়, তবে তা দারুণ হবে।
এ সময় ইরানের জনগণ বাঁচতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে ২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের জন্য তার পূর্বসূরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন ট্রাম্প। তিনি ওই চুক্তিকে একটি ‘বিপর্যয়’ বলে আখ্যা দেন।
তবে তিনি বলেন, “তবুও ইরানের শাসকগোষ্ঠী, যাদের কারণে মধ্যপ্রাচ্যে এত মৃত্যু নেমে এনেছে, আমাদের বন্ধুত্ব এবং সহযোগিতার হাত তাদের জন্য উন্মুক্ত। তারা একটি চুক্তি করতে চায়। আমরা দেখব আমরা কিছু করতে পারি কিনা।”
ইসরায়েলি আইনপ্রণেতারা তার বক্তব্য অত্যন্ত নীরবতার সাথে গ্রহণ করেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। পশ্চিমাদের দাবি, ইরান পারমাণবিক বোমা বানানোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। কিন্তু ইরান বারবার এই দাবি অস্বীকার করে বলেছে, পারমাণবিক বোমা তৈরির কোনও উদ্দেশ্যই তাদের নেই। তারা অন্যান্য দেশের মতো শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক কর্মসূচি পরিচালনা করতে চায়। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ