দিল্লি টেস্টে ইনিংস হারের শঙ্কা যখন ঘনিয়ে এসেছিল, তখন জন ক্যাম্পবেল ও শাই হোপের জোড়া শতকে ভর করে চতুর্থ দিনে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে অলআউট হয়ে ভারতকে জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য দেয় সফরকারীরা। জবাবে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৬৩ রান তুলেছে ভারত, জয়ের জন্য গিলের দলের দরকার আর মাত্র ৫৮ রান।
ফলোঅন করা ওয়েস্ট ইন্ডিজের লড়াই শুরু হয়েছিল ক্যাম্পবেল ও হোপের ব্যাটে। এই দুজন গড়েন ১৭৭ রানের দুর্দান্ত জুটি। ১১৫ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরেন ক্যাম্পবেল, তাঁকে ফেরান রবিশঙ্কর জাদেজা। এরপর হোপের সঙ্গে অধিনায়ক রোস্টন চেজ গড়েন ৫৯ রানের আরও একটি গুরুত্বপূর্ণ জুটি। তবে মোহাম্মদ সিরাজের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান ১০৩ রান করা শাই হোপ।
এরপর আবারও ধসে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। দ্রুত ৩ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে পড়ে তারা। তবে শেষ উইকেটে জাস্টিন গ্রিভস ও জেডন সিলস ৭৯ রানের লড়াকু জুটি গড়ে দলকে বাঁচান সেই লজ্জা থেকে। গ্রিভস ৫০ রানে অপরাজিত থাকেন, আর সিলস করেন ৩২ রান। ভারতের হয়ে কুলদিপ যাদব ও জসপ্রিত বুমরাহ ৩টি করে উইকেট নেন।
১২১ রানের সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান প্রথম ইনিংসে শতক করা ইয়াশস্বী জয়সওয়াল (৮ রান)। তবে এরপর আর কোনো বিপদ হয়নি। দিন শেষে কেএল রাহুল ২৫ ও সুদর্শন ৩০ রানে অপরাজিত আছেন।
দিল্লি টেস্টে এখন ফলাফল যেন সময়ের অপেক্ষা। ভারতের দরকার মাত্র ৫৮ রান, হাতে রয়েছে ৯ উইকেট। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন শুধুই অসম্ভবকে সম্ভব করার চ্যালেঞ্জ, জিততে হলে নিতে হবে ৯ উইকেট।
বিডি প্রতিদিন/মুসা