দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অধিকাংশই জিম্বাবুয়ে ও মালাউইয়ের নাগরিক। খবর বিবিসির।
রবিবার স্থানীয় সময় রাতে এন-ওয়ান মহাসড়কের একটি পাহাড়ি অংশ দিয়ে বাসটি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাড়া পাহাড়ি খাদে পড়ে যায়।
এ ঘটনায় শোক জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন শিশুও প্রাণ হারিয়েছে। এটি শুধু দক্ষিণ আফ্রিকার জন্য নয়, বরং আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র জিম্বাবুয়ে ও মালাউইয়ের জন্যও গভীর বেদনার।
বিডি-প্রতিদিন/শআ