সারের কৃত্রিম সংকট ও উচ্চমূল্য সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশনমোড চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে একটি প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলা ও উপজেলার হাজারো কৃষক, কৃষকনেতা ও সাংগঠনিক কর্মকর্তা অংশ নেন। রোদঝলসে থাকা সত্ত্বেও কৃষকেরা ব্যানার-ফেস্টুন হাতে সারের কালোবাজারি, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
জেলা কৃষকদলের সভাপতি নুরুন্নবী মোস্তফা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আব্রাহাম লিংকন সঞ্চালনা করেন। বক্তারা দাবি করেন, সরকারি নির্ধারিত মূল্যকে তোয়াক্কা না করে ডিলাররা সিন্ডিকেট গড়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে সার দীর্ঘদিন ধরে উচ্চমূল্যে বিক্রি করছে, এতে সাধারণ ও প্রান্তিক চাষিরা অদম্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বক্তারা বলেন, “কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অথচ বর্তমান ব্যবস্থায় সরকারি নীতিকে অমান্য করে প্রভাবশালী ডিলাররা মূল্য নির্ধারণ করছে; এর ফলে চাষির উৎপাদন খরচ আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে।”
তারা প্রশাসনকে জিজ্ঞাসা করেন—কেন সারের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং কেন শৃঙ্খলভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
মানববন্ধনে জেলা এবং পাঁচটি উপজেলার কৃষক নেতারা তাদের বক্তব্যে প্রান্তিক কৃষকের দুর্দশার চিত্র তুলে ধরে অবিলম্বে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ডিলারদের বিরুদ্ধে তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি ও লাইসেন্স বাতিলের দাবি জানায়। তারা সরকারি নীতিমালা অনুযায়ী ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক প্রান্তিক কৃষকদের মধ্যে সরবরাহ নিশ্চিত করতে আহ্বান জানান।
বক্তারা আরও বলেছেন, সারের দাম দ্রুত কমানো ও বীজের সহজলভ্যতা নিশ্চিত করা না হলে এই দুর্নীতিপরায়ণ ব্যবস্থার বিরুদ্ধে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচির শেষে কৃষক নেতারা জানান, তাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল