দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে ধানের শীষ প্রশ্নে সবাইকে এক জায়গায় আসতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
সোমবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এ মন্তব্য করেন মোতাহার।
এ সময় প্রধান বক্তার বক্তব্যে মোতাহার হোসেন বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন-‘ধানের শীষ যাকে দেয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে। যে কাজ করবে না, তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’ অতএব আমি বলতে চাই বিগত দিনেও দলের স্বার্থে রাজনীতি করেছি, এখনও করছি, আগামীতেও করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সেই প্রকৃত বন্ধু যে দলের দুঃসময়ে পাশে থাকেন, যিনি দুর্দিনে কর্মীদের পাশে দাঁড়ান। যিনি জনগণের পাশে থাকেন। বিএনপি এমন একটি দল যিনি সবসময় জনগণের পাশে থাকে। বিএনপি মনে করে জনগণ ভালো থাকলে বিএনপি ভালো থাকে।
তাই আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম।
এতে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।
এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত