শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে আলোচনা করেছে ইরান ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে পারমাণবিক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এবং রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের আন্তর্জাতিক বিষয়ক উপ-মহাপরিচালক নিকোলাই স্পাস্কি এই বৈঠকে যোগ দেন।
স্পাস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরান সফর করেন। এর আগে, মোহাম্মদ ইসলামী গত ২৪ সেপ্টেম্বর মস্কো সফর করেন। তখন দুই পক্ষ ছোট মডিউলার চুল্লি নির্মাণে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেছিল।
বুধবারের বৈঠকে কর্মকর্তারা এই ক্ষুদ্র পারমাণবিক চুল্লি নির্মাণ প্রকল্পসহ দ্বিপাক্ষিক পারমাণবিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও, ইসলামীর মস্কো সফরের সময় স্বাক্ষরিত অপর একটি সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়। ইরান-হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে কাজ করবে। এই প্রকল্পের অধীনে ১,২৫০ মেগাওয়াটের চারটি বিদ্যুৎ চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই চারটি চুল্লি নির্মাণের জন্য দুই দিন পরই ইরান ও রাশিয়ার কর্মকর্তারা ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তিতে স্বাক্ষর করেন।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল