যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তিন খুনের মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাবেক স্ত্রীর মা-বাবা ও বোনকে হত্যার দায়ে বুধবার প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম ডেভিড পিটম্যান (৬৩)। তিনি ২০২৫ সালে ফ্লোরিডায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২তম এবং যুক্তরাষ্ট্রে ৩১তম ব্যক্তি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৯০ সালে ডেভিড পিটম্যান তার সাবেক স্ত্রীর বোন বনি নোলস (২১) এবং তার বাবা ৬০ বছর বয়সী ক্ল্যারেন্স নোলস (৬০) ও মা বারবারা নোলসকে (৫০) হত্যা করেন। এ ঘটনায় ১৯৯১ সালে বিচারে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। ওই তিনজনকে ছুরিকাঘাতে হত্যার পর বাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছিলেন পিটম্যান।
পিটম্যানের আইনজীবীর দাবি, তার মক্কেল একজন মানসিক প্রতিবন্ধী এবং তার আইকিউ লেভেল মাত্র ৭০। তবে, আদালত আইনজীবীর যুক্তি প্রত্যাখ্যান করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান, নিউ ইয়র্ক পোস্ট, ইউএসএ টুডে
বিডি প্রতিদিন/একেএ