ইসরায়েল সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনার ব্যতিক্রমী সমালোচনা করার পর রাষ্ট্রদূত ড্যানন একথা বলেন।
বুধবার রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একটি ইসরায়েলি রেডিও স্টেশনকে বলেন, “আমরা সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করি না। আমরা সুসংহত, যুক্তরাষ্ট্র আমাদের অবিশ্বাস্য সমর্থন দেয় এবং আমরা এর প্রশংসাও করি। তবে কখনও কখনও আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিই এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তা অবহিত করি।”
তিনি আরও বলেন, “এটি কাতারের ওপর আক্রমণ ছিল না। এটি ছিল হামাসের ওপর আক্রমণ আর আক্রমণের সিদ্ধান্তটি সঠিক ছিল।” সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/একেএ