ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে সাম্প্রতিক সহিংস বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন। সংস্থাটির প্রধান আনিস হিদায়াহ বুধবার এক বিবৃতিতে বলেন, নিহতদের মধ্যে কয়েকজন নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের শিকার হয়ে থাকতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর ঘটনা ঘটেছে গ্রেটার জাকার্তা, সুলাওসির মাকাসার, সেন্ট্রাল জাভা এবং পাপুয়া অঞ্চলে। এছাড়া সহিংসতায় আহত হয়েছেন ৯০০-র বেশি মানুষ এবং আটক হয়েছেন হাজারো বিক্ষোভকারী। যদিও অধিকাংশকেই পরে মুক্তি দেওয়া হয়েছে।
মানবাধিকার কমিশনের প্রধান জানান, দেশের কয়েকটি অঞ্চলের তথ্য এখনো পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
গত সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই দেশে বিক্ষোভ শুরু হয়। ব্যাপক অর্থনৈতিক বৈষম্য এবং সংসদ সদস্যদের জন্য বরাদ্দ করা বিলাসবহুল সুবিধার বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই বিদ্রোহের শুরু। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন প্রদেশে।
এটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা বলে মনে করা হচ্ছে। জনরোষের মুখে সাবেক সেনা জেনারেল প্রাবোও শেষ পর্যন্ত আইনপ্রণেতাদের জন্য বিশেষ সুবিধা প্রত্যাহার করতে বাধ্য হন।
মানবাধিকার সংগঠন লিগ্যাল এইড ফাউন্ডেশন একইভাবে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। অপরদিকে, আরেক সংস্থা কনট্রাস জানিয়েছে, এখনো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন।
সূত্র: টিআরটি
বিডি প্রতিদিন/নাজমুল