তেল আবিবে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। বুধবার এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই অভিযানে ব্যবহার করা হয়েছে দুই ধরনের ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন-২ ক্লাস্টার মিসাইল এবং জুলফিকার মিসাইল।
ইয়াহিয়া সারির দাবি, হামলার ফলে লক্ষাধিক দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং আমাদের দেশের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রথম জবাব হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
ইয়েমেনি মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইহুদি শাসন কখনোই নিরাপদ থাকবে না, তারা শান্তিও পাবে না। আগামী ধাপগুলোতে ইয়েমেনের সামরিক অভিযান আরও তীব্র হবে।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল