বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে যশোরের বাঘারপাড়ায় উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার সকাল থেকে বাদ্যের তালে তালে মিছিল আর স্লোগানে পুরো উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর ১২টায় চৌরাস্তা মোড়ে শুরু হয় সমাবেশে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইউব।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফর্ম।
বক্তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াইয়ে দলটির প্রতিটি নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার, হাবিবুর রহমান।
সমাবেশ শেষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। শরীরে বিএনপির দলীয় প্রতিক ধানের শীষ ধারণ করে রং বেরংয়ের পোশাকে ব্যান্ডের তালে তালে র্যালিতে অংশ নেন ২০ সহস্রাধিক নেতা-কর্মী। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/নাজমুল