সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুরে পুকুরের পানিতে ডুবে মো. মুরসালিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মাহমুদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে এ ঘটনা ঘটে।
শিশু মুরসালিন মাহমুদপুর মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন জানান, দুপুরের দিকে বৃষ্টির সময় শিশু মুরসালিনসহ দুইজন পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ করে শিশু মুরসালিন পুকুরে ডুবে যায়। পরে একই পুকুরে কয়েকজন গোসল করতে নামলে পানির মধ্যে শিশুর মরদেহের সাথে ধাক্কা লাগে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই