যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গত শুক্রবার আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনের বেশি হয়েছে। এখনো কতজন নিখোঁজ রয়েছে তা জানা যায়নি।
পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর এখনো উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। 'ক্যাম্প মিস্টিক' নামে একটি খ্রিস্টান বালিকাশিবির নিশ্চিত করেছে যে, তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন। এখনো ১০ জন মেয়ে শিক্ষার্থী এবং একজন ক্যাম্প কাউন্সেলর নিখোঁজ রয়েছেন।
মৃতদের মধ্যে ৮৪ জন কের কাউন্টির বাসিন্দা। যাদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু। কের কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, এখনো নিশ্চিত করা যায়নি, ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর পরিচয়।
বিডি প্রতিদিন/এএম