হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটির মধ্যে গবেষণা, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণমূলক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে হাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং কাসেটসার্ট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. কর্নসর্ন শ্রীকুলনাথ।
এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ.এস.এম. কিবরিয়া, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. প্রফেসর ড.এ.কে.এম. রুহুল আমিন, প্রফেসর ড. ইমরান পারভেজ, কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের ড. থিতি পংপুনথুম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলমসহ অন্যান্যরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, থাইল্যান্ড আমাদের বন্ধু প্রতিম দেশ এবং উন্নয়ন অংশীদার। হাবিপ্রবি ও কাসেটসার্ট ইউনিভার্সিটির মধ্যে এই সমঝোতা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিকীকরণের পথে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিলের অংশীদার হবে এবং যৌথভাবে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক প্রকল্পের অধীনে অর্থায়নের জন্য আবেদন করবে। বছরে একবার যৌথ কার্যক্রমের প্রতিবেদন তৈরি করা হবে এবং সমন্বয়ের জন্য উভয় বিশ্ববিদ্যালয় একজন করে লিয়াজোঁ অফিসার মনোনয়ন করবে। যৌথ গবেষণার ফলে উদ্ভাবিত কোনো প্রযুক্তি বা গবেষণার ফলাফল বাণিজ্যিকভাবে ব্যবহার করতে হলে দুই বিশ্ববিদ্যালয়ের লিখিত অনুমতি নিতে হবে।
বিডি প্রতিদিন/এমআই