খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
তার বিরুদ্ধে জেলা পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক আনীত অভিযোগ তদন্তে পার্বত্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে। পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) অতুল সরকার এ তদন্ত কমিটির দায়িত্ব রয়েছে। অনিয়ম দুর্নীতি, স্বজন প্রীতি, অসদারাচণ শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারের কাছ থেকে ঘুষ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রতি খারাপ ব্যবহারসহ নানাবিধ গুরুতর অভিযোগ পার্বত্য মন্ত্রণালয়ে দাখিল করেছেন ১৪ জন সদস্য।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার ৭ জুলাই পার্বত্য মন্ত্রণালয় থেকে তাসলিমা বেগম স্বাক্ষরিত সিনিয়র সহকারী সচিব একনির্দেশনায় জেলা পরিষদের চেয়ারম্যানের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। একই সাথে অপর একপত্রে পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকারকে এসব বিষয়গুলো তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়।
পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য নিটুলমনি চাকমা বলেন, আমরা দীর্ঘ আট মাস যাবত চেয়ারম্যানের খারাপ আচরণ দুর্নীতি ও অনিয়মের বিষয় ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তাই আমরা ১৪ জন সদস্য এঅনিয়মের বিরুদ্ধে পার্বত্য মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেছি। তিনি বলেন, অভিযোগ দাখিলের দুদিনের মাথায় পার্বত্য মন্ত্রণালয় চেয়ারম্যান জিরোনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেন। আমরা চাইবো অভিযোগগুলো তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
বিডি প্রতিদিন/নাজমুল