ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি শফিকুল ইসলাম (২০), তিনি মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের সলেমান ইসলামের ছেলে। আহত লোকমান, হাবিবুর রহমানের ছেলে, বর্তমানে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের বলুহর ডাকাততলা নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে একটি ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মাহবুব জানান, বেলা ১টা ৪৫ মিনিটে জোবায়ের হোসেন নামে এক ব্যক্তি আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর আগেই শফিকুল ইসলাম মারা যান। অপর আহত ব্যক্তি লোকমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর।
বিডি প্রতিদিন/জামশেদ