ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা অন্তত ১,০৬০ জন বলে জানিয়েছে ইরান সরকার। এছাড়াও নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি জানিয়েছে।
ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাঈদ ওহাদি সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি সতর্ক করে বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ১,১০০ পর্যন্ত পৌঁছাতে পারে নিহতের সংখ্যা।
১২ দিনের ইসরাইলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, সামরিক স্থাপনা গুঁড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরান এ ধ্বংসযজ্ঞকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা স্বীকার করতে শুরু করেছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি দেশটির সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি নিয়ে।
বিডি প্রতিদিন/এএম