মঙ্গলবার চীনের তিব্বত অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভোটে কোশি নদীতে বন্যার সৃষ্টি হয়। ফলে চীন ও নেপালের মধ্যে সংযোগকারী ফ্রেন্ডশিপ ব্রিজটি ভেসে যায় বলে জানিয়েছেন নেপালের কর্মকর্তারা। এতে ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
আবহাওয়ার পূর্বাভাস বিশেষজ্ঞরা বলেছেন, তিব্বতের হিমবাহ হ্রদের উপচে পড়া জলের ফলে বন্যা হতে পারে কারণ গত ২৪ ঘন্টায় নদীর তাৎক্ষণিক জলাধার এলাকায় কোনও ভারী বৃষ্টিপাত হয়নি।
নেপালে কমপক্ষে ১৮ জন নিখোঁজ রয়েছেন। অন্যদিকে চীনের সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, পার্বত্য সীমান্ত অঞ্চলের চীনের পাশে ১১ জনের খোঁজ পাওয়া যায়নি।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) এক্স তারিখে জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ছয়জন চীনা শ্রমিক এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন।
এতে আরও বলা হয়েছে যে বন্যায় আটটি বৈদ্যুতিক গাড়িও ভেসে গেছে এবং একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটি ধ্বংসের কারণে নেপাল ও চীনের মধ্যে বাণিজ্য ব্যাহত হয়েছে।
নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনী ও উদ্ধারকর্মীদের দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে অভিযান ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে সব ধরনের চেষ্টাই চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই দুর্যোগে চীনের সঙ্গে সংযোগকারী যে সেতুটি ধ্বংস হয়েছে, তা সীমান্ত বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। ফলে বাণিজ্যিক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল