ভারতের হিমাচল প্রদেশে একটি গ্রাম ভেসে গেছে হড়কা বানে। তবে একটা কুকুরের ডাকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রাণ বাঁচাতে পেরেছেন ৬৭ জন মানুষ।
স্থানীয় সময় রাত ১টায় বাড়ির দোতলায় কুকুরটা ডাকাডাকি শুরু করলে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দা নরেন্দ্রর। বাইরে তখন অঝোরে বৃষ্টি। কুকুরের ডাক ক্রমেই কেমন যেন সন্দেহজনক হয়ে উঠছিল। ঘুমে ব্যাঘাত ঘটায় কুকুরটিকে চুপ করাতে তিনতলা থেকে নীচে নেমে এসেছিলেন নরেন্দ্র। হঠাৎ তিনি ঘড়ঘড় করে কিছু এগিয়ে আসার শব্দ পান। তার পরই বাড়ির দেয়ালে চোখ পড়তেই আঁতকে ওঠেন। দেওয়ালে ফাটল ধরেছে। আর সেই ফাটল ক্রমে চওড়া হচ্ছে। বাড়ির সকলকে জাগিয়ে তুলে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
নরেন্দ্রর কয়েক সেকেন্ড সময় লাগে বিষয়টি বুঝে উঠতে। তারপরই বুঝতে পারেন ভয়ানক বিপদ এগিয়ে আসছে। চিৎকার করে গ্রামের অন্য বাসিন্দাদের জাগিয়ে তোলেন। নরেন্দ্র জানিয়েছেন, কুকুরটিও তাঁর পিছু পিছু যাচ্ছিল। আর সমানে ডেকে চলেছিল। গ্রামে মোট ২০টি পরিবার। নরেন্দ্রর চিৎকার শুনে এক এক করে সকলেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। নরেন্দ্র সকলকে জানান, পাহাড় থেকে কিছু নেমে আসছে। দ্রুত অন্য কোথাও আশ্রয় নিতে হবে। তার পরই সকলে মিলে একটি উঁচু মন্দিরে আশ্রয় নেন। তারা আশ্রয় নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিশাল জলরাশি আর পাথর নিয়ে পাহাড় থেকে হড়কা বান নেমে এসে। একের পর এক বাড়ি চোখের সামনে গুঁড়িয়ে যেতে শুরু করল। ভেসে গেল বেশ কয়েকটি বাড়ি।
নিজেদের হাতে তিল তিল করে গড়ে তোলা সেই বাড়ি হড়কা বানের সঙ্গে মিশে যেতে দেখে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না বাসিন্দারা। এমনই জানিয়েছেন নরেন্দ্র। অনেকে সেই দৃশ্য দেখে অসুস্থ হয়ে পড়েন। একটি, দু’টি বাড়ির ভগ্নাবশেষ ছাড়া গোটা গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।
নরেন্দ্র জানিয়েছেন, ওখানে যে তাঁদের একটি গ্রাম ছিল, কয়েকটি পরিবারের বাস ছিল, তা বুঝে ওঠা দায়। হড়কা বান গিলে খেয়েছে গোটা গ্রামটিকে। গত ৩০ জুন ঘটনাটি ঘটেছে হিমাচলের মন্ডীর ধরমপুর এলাকার সিয়াথি গ্রামে। নরেন্দ্র জানিয়েছেন, কুকুরটি যদি না চিৎকার করত, তা হলে ২০টি পরিবারের ৬৭ জনেরই মৃত্যু হত। কিন্তু কুকুরের চিৎকারই তাঁদের প্রাণ বাঁচাল। নরেন্দ্রদের ঠিকানা এখন একটি মন্দির। সেখানেই গত এক সপ্তাহ ধরে রয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল