আরব লীগের সদস্য দেশগুলোর সঙ্গে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার এই ঘোষণা দেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে হামলা শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। একে একে সব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে দেশটির। এমন পরিস্থিতিতে নতুন মিত্র সন্ধান করছে মস্কো। মূলত এ কারণেই এবার এশিয়া, আফ্রিকা ও আরব দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন দৃঢ় করার পরিকল্পনা করছেন পুতিন। ইতোমধ্যেই মস্কো সফররত ওমানের সুলতান হাইথাম বিন তারিককে তিনি বিষয়টি অবগত করেছেন। বলে রাখা ভালো, ওমানের কোনও রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম রাশিয়া সফর।
পুতিন বলেছেন, আমাদের অনেক আরব মিত্র ওই পরিকল্পনা সমর্থন করেন। সম্মেলনে তিনি হাইথাম বিন তারিককেও আমন্ত্রণ জানান। তবে সম্মেলনের তারিখ ও স্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
গাজা ও সিরিয়ার বিষয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে মস্কোতে বৈঠক করেন পুতিন। এর কিছুদিন পরই রাশিয়া সফর করলেন ওমানের সুলতান। এ থেকে স্পষ্ট যে, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে সক্ষ্যতা বাড়াতে তৎপর রুশ প্রেসিডেন্ট। সূত্র: আরব নিউজ, ডেইলি সাবাহ, মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, তাস
বিডি প্রতিদিন/একেএ