খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ড. মাছুদের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান রয়েছে আমরণ অনশন ও বিক্ষোভ।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাত কলেজের একদল শিক্ষার্থী।
মিছিলের নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোসাদ্দিক আলি ইবনে মোহাম্মদ বলেন, শিক্ষা উপদেষ্টার এক সাইনই যথেষ্ট এই ভিসিকে বহিষ্কার করার জন্য। আমরা বলে দিতে চাই, এখনও সময় আছে সসম্মানে দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করুন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের অনশনে সংহতি জানিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতীকী অনশন করছেন। এতো কিছুর পরেও ভিসির টনক নড়ছে না। ভিসি যদি পদত্যাগ না করে তাহলে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মার্চ টু কুয়েট ঘোষণা করব।
কুয়েটের সাবেক শিক্ষার্থী জিহাদুল হক তালুকদার বলেন, আজকে প্রতিটি বিশ্ববিদ্যালয় কুয়েটে পরিণত হয়েছে। সকলের দাবি একটাই ড. মাছুদকে কুয়েটের ভিসি পদ থেকে অপসারণ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যেন দ্রুততম সময়ের মধ্যে কুয়েট ভিসির পদত্যাগ নিশ্চিত করতে।
এসময় শিক্ষার্থীরা রাত ৯ টা ৩০ মিনিটে শাহবাগ ব্লকেড কর্মসূচির আহ্বান করেন।
এদিকে, কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে মঙ্গলবার বিকেল থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। বুধবার বিকেলেও রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন