ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি স্বীকার করেছে। জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তর অংশে আঘাত করে। ফলে ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে হাইফা, কিরিয়াত আতা এবং পশ্চিম গ্যালিলিসহ অধিকৃত ভূমির উত্তর দিকের বেশ কয়েকটি অঞ্চল এবং শহরে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়।
ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, তাদের বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘সম্ভবত ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়েছে’।
ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি প্রতিক্রিয়া পরিষেবা আক্রমণে সরাসরি কোনও আঘাত বা ধ্বংসাবশেষের খবর দেয়নি। তবে প্যারামেডিকরা আশ্রয়ের জন্য ছুটে যাওয়ার সময় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দিচ্ছে।
মার্কিন বাহিনী ইয়েমেনের একাধিক অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা পরই ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল